1. admin@moheshpurnews24.com : admin :
January 17, 2026, 1:15 am
শিরোনামঃ
সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় পার্থেনিয়াম উদ্ভিদ নির্মুল অভিযান  হাতিয়ায় কোস্ট গার্ডের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ঢাকা টাঙ্গাইলে রোডে চলন্ত বাসে রাতভর গণধর্ষণের ,অভিযোগে গ্রেপ্তার ৩ হরিণাকুণ্ডুতে আড়ম্বরপূর্ণ পরিবেশে ভবাণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত ​ ফরিদপুরে বারি মাশকালাই-৩ ও ৪ জাতের উৎপাদন-প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস ও কৃষক সমাবেশ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত ঝিনাইদহ-৪ গড়তে চাই — সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময় হরিণাকুণ্ডুতে নাট্যচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস পালিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টুর জামায়াতে যোগদান ফরিদপুরে বারি উদ্ভাবিত ডাল ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল ও পুষ্টিমান শীর্ষক কৃষক প্রশিক্ষণ হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে একজন নিহত
ব্রেকিং নিউজঃ
সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় পার্থেনিয়াম উদ্ভিদ নির্মুল অভিযান  হাতিয়ায় কোস্ট গার্ডের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ঢাকা টাঙ্গাইলে রোডে চলন্ত বাসে রাতভর গণধর্ষণের ,অভিযোগে গ্রেপ্তার ৩ হরিণাকুণ্ডুতে আড়ম্বরপূর্ণ পরিবেশে ভবাণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত ​ ফরিদপুরে বারি মাশকালাই-৩ ও ৪ জাতের উৎপাদন-প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস ও কৃষক সমাবেশ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত ঝিনাইদহ-৪ গড়তে চাই — সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময় হরিণাকুণ্ডুতে নাট্যচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস পালিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টুর জামায়াতে যোগদান ফরিদপুরে বারি উদ্ভাবিত ডাল ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল ও পুষ্টিমান শীর্ষক কৃষক প্রশিক্ষণ হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে একজন নিহত

আমতলীতে তরমুজ চাষের জন্য ব্যস্ত সময় পার করছে কৃষকরা

  • Update Time : Thursday, January 1, 2026

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

যে দিকে চোখ যায় একটু পর পরখড় কুটো ঘেরা টং ঘর।এধরনের টং ঘরেই উপজেলার কয়েকশত কৃষকের এখন অস্থায়ী আবাস।পরিবার পরিজন ছেড়ে রান্না-বান্নার হাড়ি-পাতিলে দ্বিতীয় সংসার পেতেছেন তারা। সেই কাক ডাকা ভোরেই এখান থেকেই শুরু হয় তাদের কর্মজজ্ঞ। সকাল-বিকাল-দুপুর-রাতেও তাদের চিন্তা রসালো ফল তরমুজ উৎপাদনে।
জানা গেছে,আমতলীর আবাদি জমি তরমুজ চাষের উপযোগী হওয়ায় শুষ্ক মৌসূমে কৃষকের তন্ময় দৃষ্টি নিবদ্ধ থাকে ফলটি উৎপাদনে। এ এলাকার চাষীরা তরমুজ চাষে দক্ষ ও অভিজ্ঞ হওয়ায় তারা জমি লিজ নিয়ে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করে থাকেন। যা এখানকার কৃষিতে যোগ করেছে নতুন মাত্রা।গত কয়েক বছর আমতলী উপজেলায় তরমুজের বাম্পার ফলন এবং বাজার দর ভাল হওয়ায় এখানকার কৃষকেরা তরমুজ চাষে ব্যাপকভাবে ঝুঁকে পড়ছেন। দেশের বিভিন্ন বাজারে বিপুল পরিমাণ চাহিদা থাকায় এ উপজেলায় উৎপাদিত মানবদেহের উপকারী ফলটি এখানকার অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যাপক ভূমিকা রাখছে।

কৃষকদের সমন্বিত দক্ষতা ও আন্তরিকতায় তরমুজ চাষে এ উপজেলায় বিপ্লব সাধিত হয়েছে। এ বছর ৩ হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।তবে কৃষি বিভাগ আশা করছে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ৫ হাজার হেক্টরের উপরে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় কৃষকরা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছেন ফলটি উৎপাদনে।
হলদিয়ার এলাকার তরমুজ চাষী মো: আলম জানান, অনেক চাষীই বেশি জমিতে উন্নত জাতের বিভিন্ন জাতের তরমুজ চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে খরচ বাদ দিয়ে তারা ভাল লাভবান হবেন।
তরমুজ খেতের শ্রমিক সবুজ খান বলেন, সব সময় তাদের তরমুজ খেতে ব্যস্ত থাকতে হয়।জমি প্রস্তুত থেকে তরমুজ বিক্রি সব ক্ষেত্রেই তাদের শ্রম দিতে হয়।বিনিময়ে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা তাদের বেতন দেওয়া হয়। থাকা-খাওয়া সব কিছু মালিকের। তিনি আরো বলেন, একাজের সাথে এখন অনেক শ্রমিক জড়িত।

আমতলী উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ মো.রাসেল বলেন,আমতলী উপজেলা কোটিকোটি টাকার তরমুজ উৎপাদন হয়ে থাকে। এখানকার মাটি,আবহাওয়া ও নদ-নদীর মিঠা পানির উৎস তরমুজ চাষের জন্য খুবই উপযোগী।এবছর তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা ৪ হাজার হেক্টর হলেও গতবছর তরমুজ চাষীরা বেশি দাম পাওয়ায় আশা করা যায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
তিনি আরো বলেন, আমতলীর দক্ষ ও অভিজ্ঞ তরমুজ চাষীরা চরাঞ্চলের জমি লিজ নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে তরমুজ চাষ করে থাকেন যা এখানকার কৃষিতে যোগ করেছে নতুন মাত্রা। কৃষি বিভাগের পক্ষ থেকে তরমুজ চাষীদের প্রয়োজনীয় পরামর্শসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd