
মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট চৌকি আদালতের নিরাপত্তায় সীমানা প্রচীর নির্মাণে উপজেলা প্রশাসনের বাঁধায় ওই আদালতের বিচার কার্যক্রম প্রায় দু’ঘন্টা বন্ধ থাকায় বিচার প্রার্থী ও আইনজীবীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকে।
জানা গেছে, জেএল ৩১ নাম্বার আমতলী মৌজার ৩১৮,৩১৯ ও ৩২০নং দাগে আমতলী উপজেলা সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালত অবস্থিত। উল্লেখিত ওই তিনটি দাগে মোট ১.৪৬ একর জমি ওই চৌকি আদালতের ভোগ দখলে রয়েছে। মহামান্য হাইকোর্টর নির্দেশে আমতলী উপজেলা সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের নিরাপত্তায় চারদিকে সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশ দিয়ে অর্থ বরাদ্দ দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে ওই আদালতের পূর্ব দিকে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাতে বাঁধা প্রদান করে। তখন আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান নির্মাণ কাজে বাঁধা দেওয়ার বিষয়টি জানার জন্য এজলাস ছেড়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলতে যান। এতে প্রায় দু’ঘন্টা ওই আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকে। এতে বিচারপ্রার্থী ও আইনজীবিরা চরম ভোগান্তিতে পড়েন।
আমতলী উপজেলা সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি আইনজীবি অ্যাড: মাহবুবুল আলম বলেন, মহামান্য হাইকোর্টর নির্দেশে আমতলী উপজেলা সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের নিরাপত্তায় চারদিকে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিলো। এরমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই নির্মাণ কাজে বাঁধা দেওয়ায় প্রায় দুই ঘন্টা আদালতের কার্যক্রম বন্ধ থাকে। এতে বিচার প্রার্থী ও আইজীবীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিচার প্রার্থী আঃ রহমান, সোলায়মান ও পান্নু মিয়া বলেন, সকালে মামলায় হাজিরা দিতে বাড়ী থেকে আমতলী কোর্টে এসেছি। হঠাৎ আদালতের কার্যক্রম দুই ঘন্টা বন্ধ থাকায় এখনো বসে রয়েছি হাজিরা দিতে পারিনি।
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার মো. আবু বকর জানান, আমতলী উপজেলা সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ভোগদখলীয় জমিতেই আমরা সীমানা প্রাচীর নির্মাণ করতেছি। নির্মাণে বাঁধা দেওয়ার কোন কারন খুজে পাচ্ছি না।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি এই বিষয়টি নিয়ে কোন মন্তব্য করবোনা। #