
নিজস্ব প্রতিবেদক, আলমডাঙ্গা;
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শ্যামপুর এলাকায় দাড়িপাল্লা প্রতীক উঠানোর সময় এক জামায়াতে ইসলামী কর্মীর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন—চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের অনুসারীরাই এই হামলা চালিয়েছে। হামলায় গুরুতর আহত ওই কর্মী বর্তমানে মুখমণ্ডলে মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর রাতেই হাসপাতালে যান চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি আহত কর্মীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার আশ্বাস প্রদান করেন।
এসময় তার সঙ্গে ছিলেন জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর মো. শফিউল আলম বকুল, পৌর আমীর মো. মাহের আলী, উপজেলা সেক্রেটারি মো. মামুন হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
জামায়াত নেতাদের বিবৃতি
স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ এক বিবৃতিতে অভিযোগ করেন—
“বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফের সরাসরি আশ্রয়-প্রশ্রয়ে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। নির্বাচনী মাঠকে সহিংসতায় রঞ্জিত করার এ অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
জনগণের প্রতিক্রিয়া ও তদন্ত
ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। সাধারণ মানুষও হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে—ঘটনার তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।