চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা)
ইনসানিয়াত বিপ্লব কোনো একক ধর্ম, একক মতবাদ, একক অঞ্চল কিংবা বিশেষ কোনো জনগোষ্ঠীর সংগঠন নয়—এটি মানবতার সার্বজনীন মুক্তির দর্শন। এমন মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
ঢাকার গুলশান কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইনসানিয়াত বিপ্লব জীবনের স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে মানবজীবনের সত্যভিত্তিক অস্তিত্বের মৌলিক থিওরি এবং মুক্ত জীবনের দিকদর্শন। এটি অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া গঠনের প্রাকৃতিক রূপরেখা।
তিনি আরও বলেন, ইনসানিয়াত বিপ্লব মানবজীবনের স্রষ্টাপ্রদত্ত মৌলিক আত্মিক, রাজনৈতিক ও প্রাকৃতিক দিকদর্শনের ওপর প্রতিষ্ঠিত একটি জীবনভিত্তিক বিশ্বব্যবস্থা। এটি কোনো ধর্মীয় সংকীর্ণতা বা গোষ্ঠীগত স্বার্থে আবদ্ধ নয়; বরং ভ্রষ্টতামুক্ত মানবজীবনের চিরন্তন সূত্র।
আল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লব মানুষের মানবসত্তার ভিত্তি ও আত্মপরিচয়ের উৎস উপলব্ধির সংগঠন। এটি কেবল দেহকেন্দ্রিক ও প্রবৃত্তিনির্ভর জৈবিক মানুষ থেকে বিবেকবোধসম্পন্ন, ন্যায়-অন্যায় পার্থক্যকারী, মানবিক চেতনায় আলোকিত মানুষ গড়ে তোলার আন্দোলন।
তিনি বস্তুবাদী জাতীয়তাবাদকে মানবিক চেতনার জন্য হুমকি উল্লেখ করে বলেন, বস্তুবাদের আঁধারে মানবাত্মা ধ্বংস হচ্ছে, মানুষ তার মানবিক পরিচয় হারাচ্ছে। ইনসানিয়াত বিপ্লব এই আত্মিক মৃত্যু ও মানবিক অবক্ষয় থেকে মানবজাতিকে রক্ষার সংগঠন।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, এই বিপ্লব মানবসত্তার পুনরুজ্জীবনের পাশাপাশি দয়াময় স্রষ্টা ও মহান রাসুল হযরত মুহাম্মদ (সা.) প্রদত্ত সব মানুষের আত্মমালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানার খেলাফতভিত্তিক ইনসানিয়াত পুনরুদ্ধারের আন্দোলন।
তিনি দাবি করেন, ইনসানিয়াত বিপ্লবই সত্য ও মানবতার মুক্তির উৎস রাহমাতাল্লিল আলামীন (সা.)-এর আদর্শে গঠিত সব মানুষের নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতাভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত একমাত্র প্রতিনিধিত্বশীল মানবতার রাজনৈতিক সংগঠন।
সাংবাদিক সম্মেলনে আল্লামা ইমাম হায়াত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মনোনয়নপ্রাপ্ত সকল প্রার্থীকে বিপ্লবী অভিনন্দন জানান এবং সত্য ও মানবতায় বিশ্বাসী জনগণের প্রতি ‘আপেল’ প্রতীকে ভোট দিয়ে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় অংশীদার হওয়ার আহ্বান জানান।