
ফাতিমা আক্তার মিম ঝালকাঠি প্রতিনিধিঃ
কাঁঠালিয়া বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার
১ নং চেচরি রামপুর ইউনিয়নের বাজারের বিভিন্ন স্থানে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি গণমানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা’র পক্ষ থেকে এ লিফলেট বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মী:র বলেন,
“আমরা জননেতা হাবিবুর রহমান সেলিম রেজা ভাইয়ের পক্ষ থেকে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরতে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। বিএনপি ক্ষমতায় আসলে প্রথমেই দেড় কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এই আসনে তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবো। আপনারা সবাই ধানের শীষে ভোট দিন।
স্থানীয় এলাকাবাসীর সঙ্গে আলোচনা সহ লিফলেট বিতরণের মাধ্যমে নেতাকর্মীরা সরকারের ব্যর্থতা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
এই কর্মসূচির মাধ্যমে কাঠালিয়া বিএনপির তৃণমূল পর্যায়ে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন উপস্থিত নেতারা।