নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কোটচাঁদপুরে আওয়ামী লীগের ঘোষিত ১৭ শাটডাউন কর্মসূচি এবং দেশের বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস, রাস্তা অবরোধসহ নৈরাজ্যমূলক পরিস্থিতির প্রতিবাদে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বাদ ইশা কোটচাঁদপুর পৌর জামায়াতের উদ্যোগে এ মিছিল বের করা হয়।
শহরের পায়রা চত্বর থেকে শুরু হওয়া গণমিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
পৌর জামায়াত আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে মিছিলে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা সেক্রেটারি প্রভাষক শরিফুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, যুব বিভাগের পৌর সভাপতি শাহাবুদ্দিন লাবু, পৌর ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন রানা চৌধুরী সহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতারা অভিযোগ করেন, অবৈধ অবরোধ, আগুন সন্ত্রাস ও জনদুর্ভোগ সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা হচ্ছে। তারা বলেন, আসন্ন নির্বাচনে প্রফেসর মতিয়ার রহমানের “দাড়ি পাল্লা” প্রতীকের বিজয় নিশ্চিত করতে জনগণ তাদের সঙ্গে আছে।