
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে ওলামা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা সভাপতি মাওলানা নাজির আহমেদ এর সভাপতিত্বে নিজস্ব অফিস মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
তিনি বলেন আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি আজ সর্বত্র ছড়িয়ে পড়েছে। মানুষ আজ সত্য ও ন্যায়ের জন্য আর্তনাদ করছে। এই অবস্থার পরিবর্তন একমাত্র সম্ভব আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি— আল্লাহর আইনই হলো প্রকৃত ন্যায় ও ইনসাফের ভিত্তি। মানবসৃষ্ট আইন কখনোই মানুষের পূর্ণ ন্যায়বিচার দিতে পারে না।
আমরা যদি সমাজে শান্তি, নিরাপত্তা, ইনসাফ ও কল্যাণ চাই— তবে আমাদের ফিরে যেতে হবে কুরআন ও সুন্নাহর পথে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, সাবেক জেলা আমীর ড. মাওলানা মুজাম্মিল হক, উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, সাবেক উপজেলা আমীর মাস্টার আজিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, দোড়া ইউনিয়নের সাবেক আমীর মাওলানা আব্দুল মজিদ, কুশনা ইউনিয়ন আমীর মাওলানা আতিকুর রহমান, সাফদারপুর ইউনিয়ন আমীর মাওলানা নুরুন্নবী।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।