
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে ‘টার্গেট হান্ড্রেড’ বাস্তবায়নের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কোটচাঁদপুর উপজেলার আল ফালাহ ইসলামি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খানের উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, ভোট কেন্দ্র পরিচালকদের দায়িত্বশীল ও সচেতন ভূমিকার মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব। এজন্য সবাইকে সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানানতিনি।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা নায়েবে আমীর আব্দুল আলীম। তিনি ভোট কেন্দ্র ব্যবস্থাপনায় করণীয়, দায়িত্ব পালনের কৌশল ও সাংগঠনিক লক্ষ্য অর্জনের বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, মাওলানা মতিউর রহমান খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি মশিউর রহমান মাস্টার, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, আজমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, দোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক খান, কুশনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা শরিফুর রহমান খান টিটোসহ বিভিন্ন ইউনিয়নের আমীর ও স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মশালায় ভোট কেন্দ্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।