
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন হিসেবে ফয়সালকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ফয়সাল কোটচাঁদপুর উপজেলার পোস্ট অফিস পাড়ার বাসিন্দা এবং মুকুল শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই আনন্দ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
এদিকে, পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।