স্টাফ রিপোর্টারঃ
শহরের কোলাহল কিংবা গ্রামের মেঠো পথ—সবখানেই যার চোখ কান খোলা থাকে সাধারণ মানুষের অধিকারের সন্ধানে, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় মোঃ রবিউল ইসলাম। যার হাত ধরে ‘হরিণাকুন্ডু বার্তা’ আজ কেবল একটি সংবাদপত্র নয়, বরং হয়ে উঠেছে এই জনপদের “গণ মানুষের প্রতিচ্ছবি”।
আজকের এই শুভ দিনটি রবিউল ভাইয়ের জন্মদিন।
গল্পটা শুরু হয়েছিল এক বুক স্বপ্ন আর অদম্য সাহস নিয়ে। যখন সাধারণ মানুষের অভাব-অভিযোগ আর সুখ-দুঃখের কথা বলার মতো কোনো বলিষ্ঠ মাধ্যম ছিল না, ঠিক তখনই রবিউল ইসলাম ভাই হাল ধরলেন। তিনি বিশ্বাস করতেন, একটি সঠিক সংবাদ সমাজকে বদলে দিতে পারে। সেই বিশ্বাস থেকেই জন্ম নেয় ‘হরিণাকুন্ডু বার্তা’।
একজন চেয়ারম্যান হিসেবে তিনি শুধু শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সিদ্ধান্ত নেননি, বরং প্রতিটি সংবাদের সত্যতা যাচাইয়ে আর সাংবাদিকদের সাহস যোগাতে তিনি নিজে মাঠে থেকেছেন। তাঁর কাছে সাংবাদিকতা মানে শুধু খবর পরিবেশন নয়, সাংবাদিকতা মানে হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর সত্যের জয়গান।
তাঁর জন্মদিনে হরিণাকুন্ডু বার্তার প্রতিটি সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা আজ পরম শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছে। তিনি এমন একজন মানুষ, যিনি হাসিমুখে সবার কথা শোনেন এবং বিপদ-আপদে বটবৃক্ষের মতো আগলে রাখেন। তাঁর ব্যক্তিত্বের দৃঢ়তা আর হৃদয়ের সরলতা তাঁকে এই অঞ্চলের মানুষের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
”শুভ জন্মদিন মোঃ রবিউল ইসলাম ভাই! আপনি দীর্ঘজীবী হোন। আপনার সুযোগ্য নেতৃত্বে ‘হরিণাকুন্ডু বার্তা’ গণমানুষের আস্থার প্রতীক হয়ে যুগ যুগ টিকে থাকুক। আপনার কলম আর সাহস যেন কখনও ম্লান না হয়।”