মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের হামলায় এক কৃষকের ফসল ও গবাদিপশু মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
জানা গেছে, গৌরীপুর উপজেলার ১০নং সিধলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মনাটি গ্রামের বাসিন্দা মোঃ মুস্তা খানের ১৩ কাঠা জমিতে রাখা দুটি খড়ের স্তুপে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়।
এ ঘটনার তিন দিন পর আরও ভয়াবহ ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে মোঃ মুস্তা খানের গৃহপালিত গরুকে হত্যার উদ্দেশ্যে ঘোয়াল ঘরে কলা পাতার সঙ্গে বিষ মিশিয়ে রেখে যায়। তবে রাতে গরুকে খড় দিতে গিয়ে বিষয়টি নজরে আসে গরুর মালিকের। তিনি দ্রুত বিষ মেশানো কলা পাতা সরিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় গবাদিপশুগুলো।
ভুক্তভোগী মোঃ মুস্তা খান জানান, তাঁর সঙ্গে বা তাঁর পরিবারের সঙ্গে গ্রামের কিংবা আশপাশের কারও কোনো বিরোধ বা শত্রুতা নেই। তিনি বলেন, “আমি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করেছি। কারও ক্ষতি করার মানসিকতা আমাদের নেই। তবুও কেন আমাদের লক্ষ্য করে এমন নৃশংস কাজ করা হলো, তা বুঝতে পারছি না।
ঘটনার পরপরই বিষয়টি গৌরীপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, “যদি ভুক্তভোগী বা এলাকাবাসী কাউকে সন্দেহ করেন এবং কোনো প্রমাণ পান, তাহলে দ্রুত পুলিশকে অবহিত করতে অনুরোধ করা হচ্ছে।
এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।