
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : (আহমদ রেজা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের সমর্থনে ও সেন্টার কমিটি গঠন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৯ ডিসেম্বর২০২৫ খ্রিঃ সন্ধ্যা ৭টার সময় আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর ৩নং ওয়ার্ডের শাহাদাৎ নগর, জেলে পাড়া ও সনাতন ধর্মাবলম্বী ও এলাকার স্থানীয়দের এমএম কনভেশন সেন্টারে এ উঠান বৈঠক আয়োজন করা হয়।
উঠান বৈঠকে যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ বন্দর ৩নং ওয়ার্ড বিএনপির সদস্যরা ১ নং বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী,
মামুন রশিদ সাধারণ সম্পাদক, মোঃ গিয়াস উদ্দিন বেলু সাংগঠনিক সম্পাদক, সাবেক শাহাজান চৌধুরী ছাএ নেতা, বাংলাদেশ জাতীয় বাদি শহীদ জিয়ার প্রজন্ম দলের একজন সহ সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, আনোয়ার উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আজিজ, যুবদলের নেতা রহিম, শ্রমিক দলের নেতা, যুবদলের নেতা ৩ নং ওয়ার্ডের উজ্জ্বল বসু , মিতল বসু, হরিলৌঞ্জ জলদাস, এতে উপস্থিত ছিলেন, অঙ্গসংগঠন মান্যগণ্য ব্যক্তি ।আনোয়ারা আহ্বায়ক কমিটির সচিব আব্দুল আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সময়ের দাবি। এজন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।
উঠান বৈঠকে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে সমর্থনমূলক বক্তব্য প্রদান করেন এবং নির্বাচনী কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।