
রাসেল মাহমুদ
হবিগন্জ জেলা প্রতিনিধি
বুধবার ২২ অক্টোবর ২৫ ইং রাত ০২, ৩০ মিনিট এ গোপন তথ্যের প্রেক্ষিতে বদরগাজী , বাজার সংলগ্ন, ৪নং পাইকপাড়া ইউনিয়ন, চুনারুঘাট থানার কালবাট পয়েন্ট হতে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলনকারী *এলাকার প্রভাবশালী ব্যক্তিবগ'সহ মোট ০৭জনকে* শাহজিবাজার আমি' *ক্যাম্প কমান্ডার, ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিন কতৃ'ক* আটক করত: পরবতী'তে স্হানীয় প্রশাসন, *ইউএনও এবং থানার ওসিসহ* জিজ্ঞাসাবাদ করেন। পরবতী'তে *প্রশাসন কতৃ'ক* প্রয়োজনীয় তথ্যের গ্রহণের ভিত্তিতে *অপরাধীদের ৬মাসের কারাদন্ড প্রদান করেন।*
*জরিমানা ও জেল এর বিবরন*
-------------------------------------------
* *ফারুক মিয়া*-৫০,০০০/-
* *দাউদ মিয়া*-৫০,০০০/-
* *আলী হায়দার*-৫০,০০০/-
* *জসিম মিয়া*-১,০০,০০০/- এবং ১বছর বিনাশ্রম জেল।
* *খয়ের মিয়া*-১,০০,০০০/- এবং ১বছর বিনাশ্রম জেল।
* *আব্দর রউফ*-১,০০,০০০/- এবং ১মাস বিনাশ্রম জেল।
* *আবু সায়েম(মেম্বার)*-১,০০,০০০/- এবং ১মাস বিনাশ্রম জেল।