
আহমদ রেজা (চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করতে মহিলাদের অংশগ্রহণে ভোট প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ জেলা বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ–সাধারণ সম্পাদক আবু তাহেরের উদ্যোগে জুঁইদন্ডি ১১নং ইউনিয়ের (১,২,৩) ওয়ার্ড এলাকায় এ প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ বিকাল ৩টায় ইউনিয়নের স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ, নারী কর্মী ও সাধারণ মহিলারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের সমর্থনে প্রচার–প্রচারণায় অংশ নেন। নারীরা জানান, আনোয়ারা–কর্ণফুলীর নির্যাতিত, অসহায়, মেধাবী ও শিক্ষিত নারীদের অধিকার আদায়ে সরওয়ার জামাল নিজাম অতীতে যেমন পাশে ছিলেন, ভবিষ্যতেও তেমনি উন্নয়ন, বেকারত্ব নিরসন, সমাজসেবা এবং অন্যায়ের প্রতিবাদে কাজ করার সুযোগ চান তারা।
নারীরা সড়ক–যোগাযোগ উন্নয়ন, স্কুল–কলেজের অগ্রগতি, মাতৃত্ব ভাতা, প্রতিবন্ধী কোটা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম নেতৃত্বে বাংলাদেশ জাতীয়বাদী দল শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মতবিনিময় উপস্থিতি বলেন,
“আপনারা বিব্রত হবেন না, আমরা আপনাদের পাশে চাই। আপনাদের সহযোগিতায় আমরা এলাকার উন্নয়নমূলক কাজ করে যাবো। দেশকে শান্তি, ন্যায়বিচার ও সঠিক পথে পরিচালনার জন্য ধানের শীষকে বিজয়ী করা প্রয়োজন।”
সভায় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি ও নেতৃবৃন্দ—মোঃ খোরশেদ, মোঃ মুছা, মোঃ দিদার, মোঃ কায়সারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।
অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় মহিলাদের নিয়ে মহিলা দল গঠন করা হয় এবং সকলের নিকট দোয়া ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন,
আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আনোয়ারা–কর্ণফুলীর গণমানুষের কান্ডারী সরওয়ার জামাল নিজামকে আবারও এগিয়ে নিতে হবে। মহিলারা প্রতিশ্রুতি দেন, নির্বাচনের দিন পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে প্রচার–প্রচারণা চালিয়ে যাবেন এবং গুজব–উসকানি ও প্রতারণা থেকে দূরে থাকার আহ্বান জানান।
সবশেষে, সমাবেশে উপস্থিত সকলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করা হয়।