
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য মোঃ জুবায়েদ হোসেনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে পটুয়াখালীর হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সাইদ ইসলাম তালহা, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলকারীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা অবিলম্বে জুবায়েদ হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা অভিযোগ করে বলেন, "সরকারি মদদে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। জুবায়েদ হোসেনের হত্যাকাণ্ড তারই অংশ।"
নেতৃবৃন্দ আরও বলেন, দেশে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সারাদেশে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল সমাপ্ত করে এই ঘোষণা দেন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জুবায়েদ হোসেন গত রোববার (১৯ অক্টোবর) পুরান ঢাকার আরমানিটোলার মাহুতটুলিতে ছুরিকাঘাতে নিহত হন। এই ঘটনায় তার টিউশনির ছাত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, প্রেমঘটিত দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে।