ফাতিমা আক্তার মিম
আগামী সংসদ নির্বাচনের জন্য ঝালকাঠি -১ রাজাপুর কাঠালিয়া আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ০৯/১০/২০২৫ইং তারিখ প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থী তালিকায় মাওলানা ইব্রাহিম আল হাদী।
দলটির একাধিক সূত্র জানিয়েছে, সভা-সমাবেশে দলের মাঠকর্মীদের মনোভাব মূল্যায়ন করেই ঝালকাঠি -১ রাজাপুর কাঠালিয়া আসনে প্রাথমিক প্রার্থীতা চুড়ান্ত করা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন এর প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি সাধারণ ক্রেতা-বিক্রেতা, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী আদর্শভিত্তিক সুশাসন প্রতিষ্ঠায় সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
মাওলানা ইব্রাহিম আল হাদী বলেন, “জনগণের কল্যাণ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায়বিচার ও মৌলিক অধিকার পায়— সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
গণসংযোগে এলাকাবাসীর মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপস্থিত জনগণ হাতপাখা প্রতীকের পক্ষে সমর্থন জানান এবং আগামীর বাংলাদেশ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর প্রতি আস্থা ব্যক্ত করেন