মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ২৫ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ বিভিন্ন দল থেকে জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন।
রবিবার সন্ধ্যার সময় ফাজিলপুর বাজার জামাতের অফিসে যোগদান উপলক্ষে ফুল দিয়ে স্বাগত জানান জামাতের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, এলাঙ্গী ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, ইউনিয়ন সেক্রেটারি তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
বিএনপি ও অন্যান্য দল থেকে জামায়াতে যোগদান করেছেন তারা হলেন আক্তার মন্ডল, ইউসুফ মন্ডল, সাইফুল মন্ডল, আবু তালেব, রাসেল লস্কার, সবুজ শেখ, কামরুল মন্ডল, মুহিদুল মোল্লা, মোজাম বিশ্বাস, কায়েম আলী, হাফিজ লস্কার, জাহিদ মন্ডল, আক্কাস আলী, আল ইমরান, কুদ্দুস শেখ, ফারুক মন্ডল, অহেদ মন্ডল, সোনা শেখ, লিয়াকত শেখ, আব্দুর রাজ্জাক, মানোয়ার লস্কারসহ মোট ২৫ জন।
কেন জামায়াতে যোগদান করেছেন জানতে চাইলে তারা বলেন জামায়াতে ইসলামি একটি ন্যায় ভিত্তিক আদর্শিক দল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দল। মৃত্যুর পর আল্লাহর কাছে আমাদের যেতে হবে এবং হিসাব দিতে হবে। তাই পরকালের চিন্তা করে জামায়াতে যোগদান করেছেন তারা।