
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারের মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে চুনু আহমেদের বাড়ির নিকটবর্তী স্থানে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শীতের রাতে গ্রামবাসী যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, সেই সুযোগে একটি সংঘবদ্ধ চোরচক্র খুঁটিতে থাকা ট্রান্সফরমারটির ওপর হামলা চালায়। চোরেরা অত্যন্ত সুকৌশলে ট্রান্সফরমারটি খুলে ফেলে এবং এর ভেতর থেকে মূল্যবান তামা, কয়েল ও তেলসহ অন্যান্য যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায়। সকালে স্থানীয় বাসিন্দারা ট্রান্সফরমারের ধ্বংসাবশেষ ও তেলের ক্যান নিচে পড়ে থাকতে দেখে বিষয়টি টের পান।
এই চুরির ফলে তাহেরহুদা গ্রামের সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আকস্মিক এই বিদ্যুৎ বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন ২৫ জন গ্রাহক। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক না হলে সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসীর চুনু আহমেদ জানান, "আমরা রাতে কিছুই টের পাইনি। সকালে দেখি সব শেষ। ট্রান্সফরমার চুরির ফলে আমাদের গ্রাম এখন অন্ধকারে।" স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। একই সাথে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন ট্রান্সফরমার বসানোর জোর আবেদন জানানো হয়েছে।
বিষয়টি ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হয়েছে। পল্লী বিদ্যুৎ অফিস থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।