হুমায়ুন কবির।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সমূর্ত্ত জাহান মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ । আজ (৮ ডিসেম্বর) রোজ সোমবার সকালে কলেজ মাঠে দিনের প্রথম আলো ফুটতেই ছাত্রীদের প্রাণচাঞ্চল্যে জমে ওঠে পুরো প্রাঙ্গণ।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম। তিনি সভাপতির বক্তব্যে বলেন, ছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি খেলাধুলাই একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। তিনি আরও বলেন, কলেজের ছাত্রীদের অংশগ্রহণই প্রমাণ করে নারীর এগিয়ে যাওয়ার পথে ক্রীড়া একটি শক্তিশালী মাধ্যম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৫৩ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে জামায়াত সমর্থিত এমপি পার্থী ও বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এ কে এম আনোয়ারুল ইসলাম চান। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মেয়েদের আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন। তরুণ প্রজন্মকে সুস্থ-সবল ও নেতৃত্বগুণে দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নান্দাইলের সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, কালের কন্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, নি়ভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নরুল আমিন প্রমুখ । তারা উভয়েই ছাত্রীদের খেলাধুলায় আরও উৎসাহী হওয়ার পরামর্শ দেন এবং কলেজের উদ্যোগকে সাধুবাদ জানান।
প্রতিযোগিতায় ছাত্রীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দৌড়, দীর্ঘলম্ফ, বল নিক্ষেপ, চেয়ারে বসা, ইভেন্টে ছাত্রীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে মাঠ। প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারী ছাত্রীদের আত্মবিশ্বাস, দলগত কাজ এবং খেলাধুলার প্রতি আগ্রহ উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন। বিজয়ীদের উচ্ছ্বাসে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।