
ফাতিমা আক্তার মিম :
রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি ও ঝালকাঠি-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা। বর্তমানে তিনি দেশের বাহিরে অবস্থান করায় জানাজায় অংশ নিতে পারেননি।
এক ক্ষুদে শোকবার্তায় তিনি জানান, নাসিম আকনের ইন্তিকালে আমরা বিএনপির একজন নিবেদিত প্রাণ হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। এবং বিএনপির প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবার্তায় তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।