
আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড় সংলগ্ন এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে পক্ষপাতমূলক ভূমিকা পালনের অভিযোগও করেছেন এলাকাবাসী।
অভিযুক্ত ব্যক্তি জয়ন্ত রায় (পিতা: বোতনাথ রায়), ওয়ার্ড নং–০৭, গোড়গ্রাম ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড়ের মসজিদের পাশে রাস্তার পূর্বদিকে অবস্থিত সরকারি খাস জমিতে তিনি অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন জয়ন্ত রায়। অথচ তার নিজ নামে প্রায় ৩০ বিঘা জমি থাকা সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে সরকারি জমি দখলের চেষ্টা করছেন, যা প্রচলিত ভূমি আইন ও সরকারি সম্পত্তি সংরক্ষণ নীতিমালার পরিপন্থী।
জানা যায়, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেনের নির্দেশে ২২ ডিসেম্বর ২০২৫ সকাল সাড়ে ১১টায় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য লালবাবু ও ইউনিয়ন চৌকিদার আবু বক্কর ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শনে যান। তবে পরিদর্শনের পর অভিযুক্তের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে তারা অর্থের বিনিময়ে পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিদর্শন শেষে ইউপি সদস্য লালবাবু ও চৌকিদার আবু বক্কর অভিযুক্তের সঙ্গে নুর মোহাম্মদ হোটেলে চা-নাস্তা করেন এবং পরবর্তীতে সরকারি খাস জমিতে পাকা ঘর নির্মাণের বিষয়টি কার্যত অনুমোদন দিয়ে দেন।
এলাকাবাসীর দাবি, সরকারি খাস জমি দখলের মতো গুরুতর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ সংরক্ষণ মারাত্মকভাবে ব্যাহত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।