আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
গনভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এই স্লোগানে নীলফামারী সদরের কানিয়াল খাতা (মুন্সিপাড়া) সাইফুন বাজারে শনিবার (১৭ জানুয়ারি ২০২৫) রাত ৭টায় গণভোট উপলক্ষে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পিং ও আলোচনা সভা হয়। ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা এবং নিরাপদ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়।
সভায় বক্তারা গণভোট ২০২৬ কে দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন। আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, স্বাধীন নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, বিচার বিভাগের স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়। বক্তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই এসব সংস্কার বাস্তবায়ন সম্ভব।
নিরাপদ যুব কল্যাণ সংস্থার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন, প্রধান আলোচক ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান, বিশেষ অতিথি জুলাই যোদ্ধা সংসদ নীলফামারী জেলার যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান জিয়া, ইনসাফ মঞ্চের সদস্য সচিব মো. আবু হামজালা শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুয়েল রানা।