
আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা জামায়াত অফিস চত্বরে জেলা যুব বিভাগের সভাপতি কাজী আব্দুল মালেকের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আহমাদ রায়হানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী সদর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু সহ অনেকে।
আলোচনা শেষে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও নীলফামারী সদর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ এন নেতৃত্বে একটি বিশাল বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী যুব বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ।