
আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নিয়মিত ইবাদতে লিপ্ত রয়েছেন নীলফামারী শহরের শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা সুফিয়া ইয়াছমিন।
তিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে বিশেষ দোয়া করার পাশাপাশি নফল নামাজ, তাহাজ্জুদ আদায়সহ নফল রোজাও পালন করছেন। শিক্ষিকা সুফিয়া ইয়াছমিন বলেন, দেশের এই সংকটময় সময়ে বিগত দুই সপ্তাহের বেশী সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এসময় সুস্থতা ও কল্যাণ জাতির জন্য গুরুত্বপূর্ণ। একজন সাধারণ মানুষ হিসেবে নিজের সামর্থ্য অনুযায়ী ইবাদত ও দোয়ার মাধ্যমেই তিনি দায়িত্ব পালন করছেন।
এলাকাবাসী জানান, শিক্ষকতা জীবনে সুফিয়া ইয়াছমিন ছিলেন ধর্মভীরু ও মানবিক। অবসর নেওয়ার পরও তিনি সমাজের কল্যাণে নানা ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে যুক্ত রয়েছেন। তাঁর এই উদ্যোগকে ঘিরে স্থানীয় ভাবে ইতিবাচক আলোচনা চলছে।
ধর্মীয় অনুভূতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে সুফিয়া ইয়াছমিনের এই ইবাদত ও দোয়ার কর্মসূচিকে সম্মান জানাচ্ছেন স্থানীয়রা।
উল্লেখ্য, তিনি কোন রাজনৈতিক দলে সম্পৃক্ত নন।