
আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি নীলফামারী জেলা শাখার আয়োজনে সমিতির সদস্যদের মাঝে শিক্ষাবৃত্তি, চিকিৎসার অনুদান ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক চত্বরে সমিতির কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সমিতির সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি কেফায়েত হোসেন ও মোঃ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, কোষাধ্যক্ষ আজহার আলী, যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ সামসুল হক, সদস্য মোঃ আতিয়ার রহমান, মোঃ হুমায়ুন কবীর বাবলা, মোঃ রফিকুল ইসলাম, আবুল কাশেম, মোঃ ওমর আলী, মোঃ জামাল উদ্দিন, মোঃ নুরুল হক, মিসেস রহিমা খানম, মিসেস সামসুন্নাহার। ১৩জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ২৬জনের মাঝে চিকিৎসার অনুদানের চেক এবং কম্বল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আসন্ন গনভোটে হ্যাঁ ও না ভোট নিয়ে ইতিবাচক বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি চীনের দেয়া উপহারের এক হাজার শষ্যা হাসপাতাল নির্মানেরও কথা উল্লেখ করেন। স্বল্প খরচে নীলফামারীবাসীসহ পাশ্ববর্তী জেলার নাগরিকরা উন্নত স্বাস্থ্য সেবা পাবে।