
আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে নীলফামারীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক। পরে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগীতায়
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এবিএম ফয়জুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি একেএম জাহাঙ্গীর, সাংবাদিক নুর আলম, দীপ্তমান মানব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান সহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠান শেষে ২৮জনের মাঝে ক্ষুদ্র ঋণের নগদ অর্থ ও দাপ্তরিক কাজে সফলতার জন্য সন্মাননা স্মারক দেয়া হয়।