
আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নীলফামারীর ডোমার উপজেলা প্রশাসন। তিনি গভীর রাতে ডোমার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
রোববার (৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে ডোমার রেলস্টেশন, বাস টার্মিনাল ও শহরের বিভিন্ন ফুটপাথে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় রাস্তায় আশ্রয় নেওয়া বৃদ্ধ, নারী ও শিশুদের হাতে হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল পেয়ে শীতার্ত মানুষদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
রেলস্টেশন এলাকায় কম্বল পাওয়া এক বৃদ্ধ জানান,
“সারারাত খোলা আকাশের নিচে থাকতে হয়। এই ঠান্ডায় খুব কষ্ট হচ্ছিল। হঠাৎ করে ইউএনও স্যাররা এসে কম্বল দেওয়ায় অনেক উপকার হলো। আল্লাহ তাদের ভালো রাখুক।”
বাস টার্মিনাল এলাকায় কম্বল পাওয়া এক নারী বলেন,“শীতের রাতে বাচ্চাদের নিয়ে খুব কষ্টে ছিলাম। কম্বল পেয়ে আজ রাতে একটু শান্তিতে ঘুমাতে পারবো।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন,“শীত মৌসুমে একজন মানুষও যেন কষ্ট না পায়, সেটিই আমাদের লক্ষ্য। যারা প্রকৃতপক্ষে অসহায়, রাতের বেলা রাস্তায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন—তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কার্যক্রম শীতকালজুড়ে অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, প্রশাসনের এমন সরাসরি মাঠপর্যায়ের কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।