
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী বলিকে ছিনতাই করার সময় গনপিঠুনির হত্যার মামলায় স্থানীয়দের আসামি করে হয়রানীর করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় হাজার হাজার মহিলা ও যুবকরা।
বুধবার দুপুরে নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে মিথ্যা মামলা প্রত্যাহার করে হয়রানি বন্ধের দাবীতে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন করে স্থানীয়রা।
এর আগে গত সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় গনপিঠুনির এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত বলি উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের স্থানীয় সদস্যরা বলেন বলি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যাকলাপ সহ চাঁদার দাবীতে জনগণকে হয়রানী করে যাচ্ছে,জনগণ বলির অত্যাচার সহিতে না পেরে গনপিঠুনিতে হত্যা করে।