শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
বাংলাদেশ সংবাদ সংস্থা–বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের উদ্যোগে দক্ষিণ খুলনার পাইকগাছার অন্তত দশটি গ্রামের তিন সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।
হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশার মধ্যে শীতবস্ত্র বিতরণ শনিবার সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুরে অবস্থিত জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
নতুন কম্বল পেয়ে সাধারণ মানুষ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, বিএনপি নেতা শেখ ইমদাদুল ইসলাম, সোনাদানা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, ছাত্রদল নেতা ইস্কান্দার, তানভীর আলম, সরোজিত ঘোষ দেবেন, সাদ্দাম হোসেন, আকিজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হাজরা, প্রেসক্লাব সভাপতি মো. শফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম, তপন পাল প্রমুখ উপস্থিত ছিলেন।সমবেতদের উদ্দেশে আনোয়ার আলদীন বলেন, “শীত, দুর্যোগ ও দুঃসময়ে এই অঞ্চলের অসহায় মানুষের জন্য আমরা নিয়মিত সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি।
শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো বস্ত্র নেই। সম্মিলিত চেষ্টায় দুস্থ মানুষদের কষ্ট লাঘব সম্ভব।”তিনি আরও বলেন, এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ-মাদরাসা–হাসপাতাল প্রতিষ্ঠা এবং সুপেয় পানির সংকট দূরীকরণের লক্ষ্যে কয়েকটি গ্রাম ও বাজারে ডিপ টিউবওয়েল স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।এসময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া প্রার্থনা করেন।আয়োজকরা জানান, আগামী রবিবার (১৮ জানুয়ারি) দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।