
হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শীতলপুরে অবস্থিত প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা, শৃঙ্খলা ও স্বপ্নগঠনের লক্ষ্যকে সামনে রেখে অভিভাবক শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে শনিবার (১৫ নভেম্বর) বেলা১১ টার দিকে স্কুল প্রাঙ্গণে এ সমাবেশে অনুষ্ঠিত হয়
উক্ত অনুষ্ঠানে পত্র স্কুলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। ২০০৩ সাল থেকে হাটি হাটি পা পা করে নানা বাধা অতিক্রম করে প্রত্যয় আইডিয়াল স্কুল আজ উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষকরা কখনো মিথ্যা বলেন না, তারা জাতির বিবেক, সমাজের গুরু।
এই সম্মান ধরে রাখার আহ্বান জানাই সবার প্রতি। এমন একটি প্রতিষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যয় গ্রুপের সিরাজুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের,বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান সেলিম ,একাডেমিক প্রধান মহসিন আলী,প্রত্যয় গ্রুপের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগার আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস, হাফেজ মাওলানা আহমদ শাহ মাসুদ, প্রভাষক তাহমিনা পারভীন, ইংরেজি বিভাগের জুনিয়র শিক্ষক ফারুক হোসেন, সহকারী অধ্যাপক ডিআরএম আইডিয়াল কলেজের মহসিন আলী প্রমুখ।