
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জনাব আবু তাহেরের উদ্যোগে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী–আনোয়ারা) আসনের সাবেক সংসদ সদস্যের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কাকফো সেন্টার থেকে শুরু হয়ে আনোয়ারা, চাতুরী চৌমুহনী বাজার, হাইধর, বড় উঠান, ডাক পাড়া, শাহ মিরপুরসহ কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন আশা ও স্বপ্নের সঞ্চার করেছে।
গত ২৫ ডিসেম্বর নতুন ঈদের আমেজে এ শুভেচ্ছা মিছিল এলাকায় এক অনন্য উৎসবের আবহ সৃষ্টি করে এবং বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে।
এর ঢাকায় ৩০০ ফিট মঞ্চের অনুষ্ঠান সমাপ্তি করে।বিএনপির নেতা কর্মীরা নিজ গন্তব্য ফেরার উদ্দেশ্য চট্রগ্রাম রাওনা হয়।পরে সকলে মুখে একটাই আওয়াজ তারেক রহমানে ভয় নেই।ধানে শীষে ভোট চাই।