
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলার
ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে
বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,(৩ নভেম্বর) সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে, চাষীদের হাতে বীজ ও সার প্রণোদনা বিতরণের বিতরণ কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে, বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের হাতে বীজ ও সার তুলে দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্ধোধন করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি (ইউএনও) তিনি তার বক্তব্যে বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি চাষীদের খাদ্য নিরাপত্তা রক্ষা ও উৎপাদন ব্যয় হ্রাস করবে এবং অধিক ফসল উৎপাদনে উৎসাহিত করবে। তিনি বলেন, আমিষের উৎস হিসেবে আমরা বিভিন্ন ধরনের ডাল খেয়ে থাকি। ডালের আমিষের শতকরা ৭০-৯০ ভাগ দেহের পুষ্টি সাধনে ব্যবহৃত হয়। দেহের জন্য ডালের আমিষ প্রাণিজ আমিষের চেয়ে ভালো এবং নিরাপদ। আমাদের সুষম খাদ্য তালিকায় প্রতিদিন জনপ্রতি ৪৫ গ্রাম ডালের চাহিদা থাকলেও আমরা পেয়ে থাকি মাত্র ১৭-১৮ গ্রাম। কিন্তু প্রতি বছর আমাদের প্রায় ২৬ লাখ টন চাহিদার বিপরীতে উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন এবং আমদানী করা হয় ১০-১১ লাখ টন আর বাকী ৫-৬ লাখ টন ঘাটতিই রয়ে যায়। তাই কৃষি জমিতে ডাল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার ৭০ জন কৃষকের মাঝে মসুর-খেসারী ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ৯শত জন মসুর চাষিদের জন্য প্রতি ৫ কেজি বারি মসুর-৮ এর বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ৫ এমওপি কেজি সার বিতরণ করা হয়। এছাড়াও ১ শত ৭০ জন খেসারী চাষিদের মাঝে প্রতিজনকে ৫ কেজি বারি খেসারী-৩ এর বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শামিমা আক্তার শাপলা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, সদর উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডলি রানী বিশ্বাসসহ
উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষক-কৃষাণীবৃন্দ।