নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে নতুন
বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
(১ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ইউনিয়নের হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ
কার্যক্রম শুরু করা হয়।
বই বিতরণের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক উপলক্ষে এক মিনিটি নিরবতা ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
এ-সময় উপস্থিত ছিলেন, হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন দাস, হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আঃ মান্নান মৃধা(মাষ্টার),
সহকারী শিক্ষক ইসলাম মাষ্টার, সহকারী শিক্ষক সুধাংশ কুমার বিশ্বাস, হাট গোবিন্দপুর রক্তরেখা ষুব সংঘের সাধারণ সম্পাদক সরদার মোঃ আইয়ুব হোসেন,
সাংবাদিক নিরঞ্জন মিত্র (নিরু),
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ কালাম মৃধা, সাবেক সদস্য মোঃ কমর উদ্দিন শেখ, ৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সাহিদ সরদার সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবক-
শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা যায়, মাধ্যমিক স্তরে প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়ে বই পৌঁছালেও এখনো কিছু ঘাটতি রয়েছে। বই পাওয়া মাত্র সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।