নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
”দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়রো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে,(১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রবাসী ও জব ফেয়ার মেলার ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা
এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম সহ অন্যান্য অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তিনি তার বক্তব্যে বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অবদান রাখছেন অভিবাসী বাংলাদেশীরা। যারা প্রবাসে গিয়ে উপার্জন করছেন, তাদের পাঠানো টাকায় রেমিট্যান্স বাড়ছে। বিদেশ গমনেচ্ছুকদের অবশ্যই দক্ষ প্রশিক্ষণ গ্রহণ করে প্রবাসে গেলে লাভবান হবেন। জেলা প্রশাসক আরও বলেন, দক্ষতা অর্জন করে প্রবাসে গেলে নিজের এবং দেশের অর্থনীতির উন্নতি হবে। আমাদের দেশ থেকে কর্মদক্ষতা অর্জন করে বিদেশে যাওয়া উচিত।
পরে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির আয়োজনে এবং সকল জিও, এনজিও, রিক্রুটিং এন্ড ট্রাভেল এজেন্সী ও ব্যাংকার্স ক্লাবের সহযোগিতায়, ফরিদপুর পৌরসভার সভা কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) হাসান-বিন-মুহাম্মদ আলীর সভাপতিত্বে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এর অধ্যক্ষ মোঃ আখতারু জ্জামান, সহকারী কমিশনার আতিকুর রহমান প্রমুখ।
সভায় জেলা জনশক্তি অফিসের পক্ষ থেকে ফরিদপুরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের মধ্যে চেক বিতরণ করা হয় এবং ফরিদপুরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ইসলামী ব্যাংক ও অগ্রণী ব্যাংককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সভায় বক্তারা, সঠিক নিয়ম মেনে ও প্রশিক্ষণ গ্রহণ করে প্রবাসীদের বিদেশে যাওয়ার আহ্বান জানান।
এ-সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিদেশে গমনেচ্ছুক নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় ২৫ টি স্টলের মধ্যে রয়েছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ব্র্যাক মাইগ্রেশন, ব্যাংকার্স ক্লাব, এশিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস, রাজধানী ট্রেড ইন্টারন্যাশনাল, আল-আমিন ট্যুরস এন্ড ট্রাভেলস, আশ্বাস প্রকল্প এসডিএস সহ বিভিন্ন এনজিও সমুহ।