
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
”প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস- ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে,
ফরিদপুর জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় ও এনজিওসমূহ আয়োজনে,(৩ জানুয়ারি) শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এরআগে র্যালী শুরুতেই বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন অতিথিরা।
পরে দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০ টার দিকে কবি জসীমউদ্দিন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ.এস.এম. আলী আহসান এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) হাসান-বিন-মুহাম্মদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম, মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম.এ সামাদ, ডায়াবেটিস সমিতির সদস্য সচিব অধ্যাপক শেখ সামাদ, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিলায়েত হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর শহর সমাজ সেবা অফিসার এ এস এম সুজাউদ্দীন রাসেদ।
সভায় বক্তারা, সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ-সময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।