
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে ব্র্যাকের উদ্যোগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরনে বিষয় নিয়ে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের আয়োজিত,(৩০ ডিসেম্বর) মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ব্র্যাক লানিং সেন্টারের মিনি হল রুমে
অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়।
ডায়লগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে করণীয়, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং
প্রতিরোধসহ সেবা প্রদানের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়।
ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আসাদুল্লাহ এর সভাপতিত্বে, ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ মেশকাতুল জান্নাত রাবেয়া। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সরকারি-
বেসরকারি সমন্বয় অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ নিয়ে থাকলে সহিংসতা প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ.এস.এম. আলী আহসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন, এফডিএর উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাকের সদস্য এ্যাড. শিপ্রা গোস্বামী, বিএফএফের নির্বাহী পরিচালক আ.ন. ম ফজলুল হাদী সাব্বির প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার মোঃ বাবুল হোসেন।
ডায়লগে জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির প্রতিনিধি, শুশীল সমাজের প্রতিনিধি, কাজি, শিক্ষক, ইমাম ও সাংবাদিক অংশ নেন।