
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, ২০২৫-২৬ অর্থবছরে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প” এর আওতায় বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
(৪ নভেম্বর) মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে (৪–৫ নভেম্বর) দুই দিনব্যাপী প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে, প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
প্রশিক্ষণে বক্তারা বলেন, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য গুরুত্ব নিয়ে কৃষক-কৃষাণীদের সাথে মতবিনিময় করেন এবং বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান স্থাপন কৌশল এবং বিভিন্ন প্রদর্শনী সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। এতে করে অনাবাদি ও পতিত জমিকে চাষের আওতায় এনে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করা হবে বলে জানান।
বিভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করেন, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শামিমা আক্তার শাপলা, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের মোল্লা আইয়ুব প্রমুখ।
সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই প্রকল্পের আওতায়, অনাবাদি জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে পরিবারের সবজির চাহিদা পূরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী হবে বলে জানান।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারী কৃষক-
কৃষাণীকে ফলজ ও ভেষজ প্রজাতির চারা এবং সবজি বীজের প্যাকেট প্রদান করা হবে।