
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কতৃক বারি উদ্ভাবিত ডাল ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল ও পুষ্টিমান শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সরেজমিন গবেষণা বিভাগ আয়োজিত,(১৪ জানুয়ারি) বুধবার ফরিদপুর মসলা গবেষণা উপ-কেন্দ্রে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র (বিএআরআই) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. সেলিম আহমেদের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র, (বিএআরআই) এর পরিচালক ড. মোঃ মোখলেসুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর ডাল গবেষণা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শামীম হোসেন মোল্লা, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একে এম মাহাবুব উর রহমান।
আরও বক্তব্য রাখেন, মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র (বিএআরআই) এর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ,
ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, ফরিদপুর মসলা গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রুম্পা সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর মসলা গবেষণা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা
মোঃ মুশফিকুর রহমান।
বক্তারা বলেন, দেশের কৃষি উন্নয়নে ডাল ফসলের উৎপাদন বাড়ানো খুবই জরুরি। আমরা চাই, আপনারা মাঠে গিয়ে আজকের শেখানো প্রযুক্তিগুলো কাজে লাগান, অন্য কৃষকদের মধ্যে ছড়িয়ে দেন। তাহলেই এই প্রশিক্ষণের সফলতা আসবে বলে জানান। এ ধরনের প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকরা শুধু উন্নত ফসল উৎপাদন করবেই না, বরং দেশের পুষ্টি নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
দিনব্যাপী প্রশিক্ষণে ৬০ জন কৃষক-কৃষাণীর অংশগ্রহণ করেন।