
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি, ফরিদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও দৈনিক নাগরিক বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ কামরুজ্জামান সিদ্দিকীর শুভ জন্মদিন পালিত হয়েছে।
(৯ নভেম্বর) সোমবার রাতে শহরের রথখোলা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন সড়ক সংলগ্ন দৈনিক নাগরিক বার্তা পত্রিকা অফিসে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান, ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্টজন।
জন্মদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ মোমবাতি জ্বালিয়ে কেক কাটা পর্ব, সকলে মিলে শুভ জন্মদিন সংগীতের সুরে মুখরিত করে তোলেন। পরিবারের সদস্য এবং উপস্থিত আত্মীয়-স্বজনের করতালি ও ভালোবাসার উষ্ণ শুভেচ্ছার মধ্যে হাসিমুখে তার জন্মদিনের কেক কাটেন। এই সময় এক হৃদয়গ্রাহী দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত অতিথিরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।
এ-সময় মানুষের কল্যাণে সেবায় কাজ করে যাবার জন্য তাকে অভিনন্দন জানান বিশিষ্ট জনরা।
জন্মদিন উপলক্ষে দৈনিক নাগরিক বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার নিরঞ্জন মিত্র (নিরু) জানান, আমি আমার পক্ষ থেকে এবং দৈনিক নাগরিক বার্তা পত্রিকার পরিবারের পক্ষ থেকে পত্রিকার সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকীর শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তকে দীর্ঘায়ু দান করুক এবং পিছনে ফেলা সব দুঃখ, ঝেড়ে নাও সকল অভিমানের বোঝা, আপনার জন্মদিনের রইল আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা ও শুভ কামনা।
কিছু সম্পর্ক, কিছু মানুষ রক্তের বন্ধন না থাকলেও আত্মার বন্ধু বা আত্মীয় তেমনি একজন আপনি। আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি কারণ দিনটায় আপনি জন্মেছিলেন। আপনার মত ভাল মানুষ আমি জীবনে কমই পেয়েছি সেজন্য আবারো আপনাকে জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন। আরেকটি বছর চলে গেল আপনার জীবন থেকে, পাওয়া না পাওয়ার হিসাবটা না হয় রেখে দিন নতুন বছরকে সুন্দর বানানোর প্রচেষ্টা চালিয়ে যান। শুভ জন্মদিন, শুভ হোক আপনার আগামীর পথচলা।