মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি সমাজকল্যাণ বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘটিত মারামারির ঘটনায় বলুহর ইউনিয়ন যুবদলের নেতা মোঃ নাজিম উদ্দীন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোঃ নাজিম উদ্দীনের কাছ থেকে রফিক নামে এক ব্যক্তি টাকা নেন। পরবর্তীতে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় নাজিম উদ্দীন তার কাছ থেকে টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রফিক নাজিম উদ্দীনের ওপর হামলা চালায়। এতে নাজিম উদ্দীনের হাতে ধারালো অস্ত্রের আঘাতে কব্জি কেটে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মারামারির ঘটনার বিষয়টি তারা শুনেছেন এবং এক পক্ষ থেকে অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।