
রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং সড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত মিশুকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বানিয়াচং উপজেলার আতুকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শরীফ মিয়া, তিনি হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা গ্রামের বাসিন্দা। আহত দুই যুবক হলেন—সুহেব ও ফাহাদ, তারাও একই গ্রামের।
স্থানীয় সূত্রে জানা যায়,
তিন বন্ধু শরীফ, সুহেব ও ফাহাদ একটি মোটরসাইকেলে করে ঘুরতে যাচ্ছিলেন বানিয়াচংয়ের দিকে। পথে আতুকুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ব্যাটারিচালিত মিশুক তাদের মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরীফ মিয়া নিহত হন এবং বাকিরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।