
সাইফুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ কাজিরহাটে সামাজিক সংগঠন ইত্যাদি ক্লাবের আয়োজনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে "ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা–২০২৫"
শিক্ষা বিস্তারে অবদান রাখার লক্ষ্যে আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ১৫শত মেধাবী শিক্ষার্থীরা।
ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন দুলাল এর সভাপতিত্বে এসময় পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মো: আবদুল মতিন বিএসসি।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইত্যাদি সংগঠনের সভাপতি মো জাকির হোসেন ফেরদৌস পাটোয়ারী। হাবিবউল্লাহ বিএসসি। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম আজাদ।
বৃত্তি পরীক্ষার সার্বিক পৃষ্ঠপোষকতা করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ইত্যাদি ক্লাবের স্থায়ী পরিষদ সদস্য কামরুল হাসান বাবু। তিনি বলেন শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহ ও মনোবল আরও বাড়িয়ে দিবে।
সংগঠনের সভাপতি জাকির হোসেন ফেরদৌস পাটোয়ারী বলেন এলাকার শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক শিক্ষায় এগিয়ে নিতে ইত্যাদি ক্লাব নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি পরিচালনা করছে।
আয়োজকগন সবার জন্য খাবার ও উপহারের আয়োজন করেন, এতে পরীক্ষার্থী, পরীক্ষক, অভিভাবকসহ সকলে পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক নুরুল আলম, ব্যাংকার আবুবকর সিদ্দিক, আনোয়ার হোসেন, চট্টগ্রাম থেকে আগত ফখরুল ইসলাম জসিম।
পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ ও পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।