
বেতাগী উপজেলা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে পূর্ব শত্রুতার যের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছে।
আজ সোমবার ১৫ ই ডিসেম্বর আনুমানিক দুপুর ২:৩০ মিনিট সময় বেতাগী পৌরসভার ২ নং ওয়ার্ডের দাসের পোল নামক স্থানে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী তিন্নি কর্মকার বলেন উজ্জল দেবনাথ গংদের সাথে আমাদের সাথে জমি জমা নিয়ে অনেক আগে থেকে বিরত ছিল স্থানীয় সালিশ মীমাংসার মাধ্যমে তা সমাধান হয়। এরপর থেকেই আমাদেরকে দেখলেই বিভিন্নভাবে ইঙ্গিত পূর্ণ গালিগালাজ করে।
এবং বিভিন্ন সময় কুরুচি পূর্ণ মন্তব্য করে আসছে। আজ আমাকে দেখে কুরুচি পূর্ণ মন্তব্য করে, আমি তার প্রতিবাদ করায় আমাকে মারধর করে আমার গায়ের ওড়না ছিঁড়ে ফেলে, তখন আমার চিৎকার শুনে আমার মা বাবা ভাই বাসা থেকে বেরিয়ে আসলে তাদের উপরও হামলা করে এতে আমার মা গুরুতর অসুস্থ হয় এবং বুকে ব্যথা পায় তার পিঠে একাধিক লাঠি দিয়ে পিটানোর চিহ্ন রয়েছে। এবং আমার বাবার মাথায় আঘাত পেয়েছে নাকে ও আঘাতের চিহ্ন রয়েছে, আমার ভাইয়ের গায়েও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এবং আমার শীলতাহানির চেষ্টা করে। আমি এই বর্বর হামলার বিচার চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন এদের সাথে আগে থেকেই বিভিন্ন সময় বিরত লেগেই থাকতো তার প্রেক্ষিতেই আজ এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।
ভুক্তভোগীরা হলেন মিলন কর্মকার (৫৮) স্ত্রী দোলা রানী কর্মকার (৪৫) পুত্র দুরন্ত কর্মকার (২৪) মেয়ে তিন্নি কর্মকার (১৯)
অভি যুক্তরা হলেন উজ্জ্বল দেবনাথ (৪০) অসীম দেবনাথ (৩২) চন্দ্রকান্ত দেবনাথ (৫৫) সুমিত্রা দেবনাথ, শংকর মালাকার ও জয়দেব মালাকার।
এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিথী রানী বলেন আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকে ভর্তি দিয়েছি দোলা রানী কর্মকার ও তিন্নি কর্মকার কে বুকে এক্সরে করার জন্য বলা হয়েছে। এবং তাদের প্রাথমিক চিকিৎসা চলছে।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন আহত হয়ে থানা এসেছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা নেয়ার জন্য বেতাগী হাসপাতালে যেতে বলা হয়েছে। এখন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। কোন অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।