নিজস্ব প্রতিনিধি :
এবার দূর্ঘটনা এড়াতে ও যানবাহনের চালকদের সতর্ক করে দিতে রাস্তার মাঝখানেই রোপন করা হয়েছে কলাগাছ। বেতাগী সুবিদখালী মহাসড়কে পরগনা বাজার সংলগ্ন ব্রীজ পার হওয়ার পর একটু গৌরাঙ্গ প্রাইমারী স্কুলের সামনেই রাস্তার মাঝখান ধসে সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ গর্ত। ব্রীজ পার হওয়ার পরই কোন কিছু বুঝে উঠার আগেই গাড়ীর চাকা আটকে গিয়ে ঘটতে পারে দূর্ঘটনা। তাই যানবাহন চালকদের সতর্ক করে দিতে স্থানীয়রা রাস্তার মাঝখানে কলাগাছ লাগিয়ে বিপদ সংকতে দিয়েছেন। বেতাগী সুবিদখালী মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন যাতায়াত করে। বিশেষ করে পাথরবোঝাই ট্রাক এই রাস্তা দিয়ে চলাচলের সংখ্যা খুব বেশী। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে দীর্ঘদিন থেকে যানবাহন চলাচল করায় বিভিন্ন জায়গায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে।
গর্তের সৃষ্টি হলেও রাস্তা মেরামতের জন্য কোন পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। রাস্তা খানাখন্দে ভরা। ফলে যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন এলাকাবাসী।
ওই এলাকার বাসিন্দা রইছ আলী বলেন, গর্তটা অনেক বড়। আমিও দেখেছি। পাকা রাস্তার মাঝখানে কলাগাছ বসানো হয়েছে। জায়গাটা অনেক ঝুঁকিপূর্ণ। দ্রত পদক্ষেপ নিয়ে রাস্তা ঠিক করা প্রয়োজন। তবে সড়ক ও জনপথ বিভাগকে এই রাস্তার ব্যাপারে জানানো হয়েছে কিন্তু তারা রাস্তা ঠিক করবে।বেতাগী উপজেলা নির্বাহী প্রকৌশলী বলেন, আমরা জায়গাটি দেখে এসেছি। এটা অস্থায়ীভাবে কাজ করলে হবে না। স্থায়ীভাবে এটা কাজ করতে হবে। আমাদের সবকিছু রেডি আছে। দুএক দিনের ভিতরে আমরা এটা কাজ করে ঠিক করে দিবো।