রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
অদ্য ১৮৪০ ঘটিকায় ১৭ এফআইইউ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে *বিএ-১১৯৮৯ লেঃ শাহরীয়ার আহমেদ (১৩ ইবি)* স্যারের নেতৃত্বে হবিগঞ্জ গোপেয়া ইউনিয়নের বহুলা গ্রামের হবিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি মোঃ আফিফ জাহান নাঈম (২৮) কে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় স্যার।
*মামলার বিবরণ*
★ হবিগঞ্জ সদর থানা
মামলা নং ১৮১/২৪
তারিখঃ ১৬-১০-২০২৪ ইং
সিরিয়াল নং: ৪৯
*আসামির স্থায়ী ঠিকানা*
নাম: আফিফ জাহান নাঈম (২৮)।
পিতা: মোঃ নুরুল ইসলাম
গ্রাম: বহুলা
থানা: হবিগঞ্জ সদর
জেলা: হবিগঞ্জ।
রাজনৈতিক পরিচয় হবিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি।
*নোট উক্ত আসামীকে ১৮৫০ ঘটিকায় হবিগঞ্জ সদর মডেল থানার এস আই বিশ্বজিৎ এর নিকট হস্তান্তর হয় স্যার।*
আপনার সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো স্যার।