
মোঃ মনিরুজ্জামান
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
মহেশপুর পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে (RAB RC) ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি ও মান নিয়ে পৌরবাসীর মাঝে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় ঠিকাদার আমিরুল ইসলামের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পৌর সভার ড্রেন নির্মাণ ৫,৭২৪ মিটার—অর্থাৎ প্রায় পোনে ছয় কিলো—এবং রাস্তা সংস্কার ও ঢালাই সাড়ে চার কিলোমিটারসহ প্রায় ১৮ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন দৃশ্যমানভাবে এগিয়ে চলছে। বহু বছরের অবহেলার পর এমন দ্রুত অগ্রগতি ও মানসম্মত নির্মাণ দেখে এলাকাবাসী জানান, “আগের মতো নিম্নমানের কাজের অভিযোগ এখন নেই, কাজগুলো চোখে পড়ার মতো ভালো।”
পৌরসভার প্রকৌশলী সোহেল রানা বলেন, “মান ধরে রাখতে প্রতিটি কাজ নিয়মিত মনিটরিং করা হচ্ছে।” সরজমিনে কাজ পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার নির্মাণমানের প্রশংসা করে বলেন, “পৌরবাসীর সুবিধাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে, ঠিকাদার প্রতিষ্ঠান মান বজায় রেখেছে।” প্রকল্প ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েল রানা, শফিক এবং পৌরসভা সরকারি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রতিদিনই কাজের সাইটে থেকে কাজ পর্যবেক্ষণ করছেন। RAB RC–এর সংশ্লিষ্টরাও জানান, সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারি দক্ষতা দিয়েই কাজ সম্পন্ন করা হচ্ছে। স্থানীয়রা প্রত্যাশা করছেন, প্রকল্পগুলো শেষ হলে পৌর এলাকার যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে এবং নগরসেবায় আসবে দৃশ্যমান পরিবর্তন।