
মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।
যশোরের বাঘারপাড়ায় রায়পুর ইউনিয়নে সিলুমপুর গ্রামের এক কৃষক পেঁপে বাগানের ভিতর তিন রকমের সবজি উৎপাদন করছে বেগুন, ভাঙ্গিও কাচা মরিচ এক ভিন্ন রকম চাষ পদ্ধতি।
মোঃ টিটো মোল্লা চিন্তা করেন এই জমিতে এখন অন্য কোন সবজি উৎপাদন করলে হয়তো ভালো হবে।তখন তিনি পেঁপে বাগান করার পর চিন্তা করলেন যে, এই জমিতে আমি যদি অন্য কোন সবজি উৎপাদন করে দেখি হয় কি না তখনই তিনি বেগুন, কাঁচা মরিচ ও বাঙ্গি লাগানোর চিন্তা করলেন। তখন তিনি এসব সবজি জমিতে রোপন করেন, এখন দেখা যায় এই চাষে অনেক ভালো ফলনের আশা করা যায়। কাঁচা মরি চ ফলন এসে গেছে এবং বাঙ্গির ফুলকুঁড়ি এসে গেছে বেগুন ঝড় এসেছে।
তার উৎপাদন দেখে অনেক কৃষক এই পদ্ধতিতে ফসল উৎপাদনের জন্য আগ্রহ প্রকাশ করছে তার মধ্যে শামীম হোসেন, আব্দুল মজিদ, আব্বাস উদ্দিন ও আবু সাঈদ। এখন দেখা যায় তিনটি ফসলি সুন্দরভাবে উৎপাদন করা সম্ভব হবে। এতে কোন অতিরিক্ত সার কীটনাশকের প্রয়োজন হয় না। একই সারে সব করা হয় এতে অতিরিক্ত কোন কীটনাশক প্রয়োজনই হয় না। একই খরচে সব কয়টি ফসল সুন্দরভাবে উৎপাদন করা যায়। এই পদ্ধতিতে আমাদের দেশে যদি ফসল উৎপাদন করা সম্ভব হয় তাহলে অনেকটা চাহিদা মেটানো সম্ভব হবে।