
মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা'র The meaningful participation and inclusion of children and Youth with Disabilities in All Domains of Community-Based Rehabilitation (CBR) প্রকল্পের উদ্যোগে সেরিবেরাল পালসি (সিপি) প্রতিবন্ধী শিশুদের সুস্থ্য রাখার লক্ষ্যে আজ ২০ জন কেয়ারগিভার ও সিপি শিশুদের হাতে একটি করে ইলেকট্রিসিটি চালিত বেড/ বিছানা ও দুটি করে বালিশ প্রদান করা হয়। যার মূল উদ্দেশ্য হলো সিপি শিশুকে পক্ষাঘাত জনিত সমস্যা থেকে মুক্ত রাখা ও শিশুকে সুরক্ষায় সহায়তা করা। ম্যাপ ইন সিবিআর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব হিমেল সঞ্জীব কিস্কু সংক্ষেপে সিপি শিশুদের কেন এটা দরকার তা তুলে ধরেন।
বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বাঁচতে শেখা'র সন্মানিত নির্বাহী পরিচালক জনাব পলাশ হিউবার্ট গমেজ। কেয়ার গিভারদের হাতে বেড ও বালিশ তুলে দেন এবং এ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জনাব মুনা আফরিন, যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা।
প্রসঙ্গত লিলিয়ান ফন্ডস, নেদারল্যান্ডের আর্থিক সহযোগিতায় এবং সেন্টার ফর ডিজএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) দিকনির্দেশনায় পরিচালিত প্রকল্পে কাজ করছে বাঁচতে শেখা। বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ট্রেনার মোঃ তরিকুল ইসলাম, সিবিআর অফিসার সুমনা আফরিন, জোৎস্না খাতুন, ফিরোজ মাহমুদ,লিজা, লাবিবাসহ প্রকল্পের কর্মীবৃন্দ সভার উপস্থাপনা করেন মোঃ তরিকুল ইসলাম।