
ফাতিমা আক্তার মিম কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি -১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকালে তিনি রাজাপুর সাতুরিয়া ইউনিয়নের
বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগের পূর্বে তিনি ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন।
গণসংযোগকালে ইব্রাহিম আল হাদী বলেন, সৎ ও যোগ্য লোকদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হলে ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দিতে হবে। তিনি বলেন, স্বাধীনতার জন্ম বছরের ঘুরেফিরে যারাই ক্ষমতায় এসেছে তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারে নি। ক্ষমতাশীনরা দেশের নয়, নিজেদের উন্নয়ন করেছে।
ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।
তিনি বলেন, বিগত দিনের মতো আর কেউ যেন তেন নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। যাতে দেশের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়