
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নে আনন্দঘন পরিবেশে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী সংগঠন ‘লালন ভূমি থিয়েটার’ এর সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম-এর জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে তার জন্মদিন উদযাপন করেন সংগঠনের সদস্যরা।
লালন ভূমি থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন নয়ন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর রাশেদ।
জন্মদিনের এই বিশেষ মুহূর্তে আমন্ত্রিত অতিথিরা রবিউল ইসলামের ভবিষ্যৎ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বক্তারা বলেন, লালন ভূমি থিয়েটার এই অঞ্চলের সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং রবিউল ইসলামের মতো তরুণ সংগঠকরা এই ধারাকে আরও বেগবান করছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শাহ
সহ যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক
সদস্য মুনতাজুর রহমান মুন্না, খলিল জোরদার, আবির, জাবির হোসেন, মনিরুল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
কেক কাটা শেষে এক আনন্দমুখর পরিবেশে উপস্থিত সকলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।